ধর্ম মন্ত্রণালয়কে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠা করতে চান নব নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে আমি কাজের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত করব। আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।
Advertisement
শনিবার (১১ জানুয়ারি) গোপালগঞ্জের বাসভবন সভাকক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। হজযাত্রীদের চোখে আমি পানি দেখতে চাই না। যাদের কারণে হাজি সাহেবদের চোখের পানি ফেলতে হয় আমি তাদের চোখের পানি ফেলতে বাধ্য করব।
তিনি আরও বলেন, আমি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের অনুসারীদের জন্য মন্ত্রী। সকল ধর্মীয় জনগোষ্ঠির কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব।
Advertisement
এমইউ/আরএস/এমএস