আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় দূতাবাসে সন্দেহজনক প্যাকেট, একজন আটক

অস্ট্রেলিয়ার ক্যানবেরা, মেলবোর্ন এবং সিডনিতে অবস্থিত বেশ কয়েকটি দূতাবাসে সন্দেহজনক প্যাকেট পাঠানোর অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার বেশ কয়েকটি দূতাবাসে সন্দেহজনক কিছু প্যাকেট পাঠানো হয়। এরপরেই এসব দূতাবাস থেকে জরুরি বিভাগের কর্মীদের কাছে সাহায্য চাওয়া হয়।

ওই প্যাকেটগুলোর মধ্যে কি ছিল তা এখনও চিহ্নিত করা হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তবে কোন দূতাবাসের কর্মীরই কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন যেসব বস্তু পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করছে জরুরি সেবা দফতর। পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে। যে ব্যক্তি দূতাবাসে ৩৮টি পার্সেল পাঠিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনগণের জীবনের ওপর কোন ধরনের হুমকি নেই।

Advertisement

বিপজ্জনক জিনিস পাঠানোর অভিযোগে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ১০ বছরের মতো কারাদণ্ড হতে পারে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, পাকিস্তান, ভারত, গ্রিস, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, ইতালি, স্পেন এবং ফ্রান্সের দূতাবাসে জরুরি বিভাগের কর্মীদের দেখা গেছে। দূতাবাসের সব কর্মীই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

টিটিএন/এমকেএইচ

Advertisement