জাতীয়

‘সবমন্ত্রী মিলে বাসে টুঙ্গিপাড়া, ভালো লেগেছে সবার’

মন্ত্রিসভা গঠনের তৃতীয় দিনও কাটছে চমকের মধ্য দিয়ে। ঢাকা থেকে স্বল্প দূরত্বের গন্তব্য সাভারে জাতীয় স্মৃতিসৌধের পর এবার মন্ত্রীরা বাসযোগে টুঙ্গিপাড়া গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তারা।

Advertisement

‘সবাই মিলে এক সঙ্গে গল্পগুজব করতে করতে বাসে টুঙ্গিপাড়া যাওয়ায় সবার ভালো লেগেছে।’ জাগো নিউজের সঙ্গে টেলিফেনে আলাপ কালে কথাগুলো বলেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

তিনি বলেন, ‘আমরা সকাল ৭টায় জাতীয় সংসদ ভবন থেকে তিনটি বাসে করে রওয়ানা হয়েছি। সবাই মিলে বাসে যাচ্ছি। সবাই মিলে একসঙ্গে যাওয়াটা ব্যতিক্রম ও আনন্দের।’

উপমন্ত্রী বলেন, ‘সবাই গল্প-গুজব করতে করতে পুরো বাসটাকে মাতিয়ে রেখেছেন।’

Advertisement

অবশ্য ফোনে কথা বলার সময়ও হৈ চৈ শোনা যাচ্ছিল।

এফএইচএস/এমবিআর/এমকেএইচ