ক্যাম্পাস

ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে ছাত্র সংগঠনের সঙ্গে বসবে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র সংশোধনের লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১০ জানুয়ারি সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ সভা হবে।

Advertisement

ইতোমধ্যে সভায় অংশগ্রহণের জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে চিঠি পাঠিয়েছে গঠনতন্ত্র সংশোধনী/পরিমার্জন সুপারিশ কমিটি।

কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র যুযোপযোগী করার জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামত নিয়ে প্রয়োজনীয় সংশোধনী/পরিমার্জনের সুপারিশ প্রণয়নের জন্য উপাচার্য একটি কমিটি গঠন করেছেন। এ জন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একটি মতবিনিময় সভা আগামী ১০ জানুয়ারি সকাল ১১টায় উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত হয়ে অথবা লিখিতভাবে আপনার সংগঠনের বক্তব্য/ সুপারিশমালা উপস্থাপনের জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি।

এমএইচ/এনডিএস

Advertisement