শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের সেঞ্চুরি ও জিমি নিশামের টর্নেডো ইনিংসে ৩৭১ রানের পর্বতসম সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। রানোৎসবের এ ধারা তারা ধরে রাখলো সিরিজের দ্বিতীয় ম্যাচেও। এবার তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৯ রান।
Advertisement
মাউন্ট মাউনগানুইতে এদিন রান পাননি গাপটিল। তবে ঝড়ো ফিফটি পেয়েছেন কলিন মুনরো। পঞ্চাশ পেরিয়েছেন রস টেলরও। আর শেষদিকে আবারো ঝড় তুলে নিজের অর্ধশতক করেছেন জিমি নিশাম। আর এতেই নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৯ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। মাত্র ১৩ রান করেই ফিরে যান গাপটিল। অধিনায়ক কেন উইলিয়ামসনও ফিরে যান অল্পতেই। তবে তৃতীয় উইকেট জুটিতে ১১২ রান যোগ করেন মুনরো এবং টেলর।
মাত্র ৭৭ বলে ১২ চার ও ২ ছক্কার মারে ৮৭ রান করেন মুনরো। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা মিস করেন রস টেলর। ১০৫ বলে ৪ চার ও ১ ছক্কার মারে তিনি করেন ৯০ রান। আউট হন দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে।
Advertisement
তবে শেষদিকে ঝড় তোলার কাজটা ঠিকই করেন নিশাম। ৫ চারের সাথে ৩টি বিশাল ছক্কার মারে মাত্র ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। ইনিংসের ১০ বল বাকি থাকতেই রানআউটে কাটা পড়েন তিনি। নিউজিল্যান্ডের সাত ব্যাটসম্যানের মধ্যে চারজনই সাজঘরে ফেরেন রানআউট হয়ে।
এসএএস/এমএস