ধর্ম

মুহাদ্দিস মাওলানা আব্দুস সালামের ইন্তেকাল

দেশের প্রবীন আলেম ও মুহাদ্দিস মাওলানা আব্দুস সালাম বোয়ালভি (৮৬) শুক্রবার (৪ জানুয়ারি) রাত ১০টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Advertisement

দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। গত বেশ কিছুদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন। কিছুটা সুস্থ হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইলমে হাদিসের এ প্রবীন আলেম চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত জামেয়া হেমায়তুল ইসলাম মাদরাসায় দীর্ঘ দিন ইলমে হাদিসের খেদমতে নিজেকে নিয়োজিত রাখেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হিসেবে অনেক দিন দায়িত্ব পালন করেছেন।

মাওলানা আব্দুস সালামের ইন্তেকালে ছাত্র-শিক্ষক ও সূধী সমাজে শোকের ছায়া নেমে আসে।

Advertisement

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

আল্লাহ তাআলা ইলমে হাদিসের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এমএমএস/এমএস

Advertisement