আন্তর্জাতিক

চীনে আটক হয়েছেন ১৩ কানাডীয়

কানাডার তরফ থেকে জানানো হয়েছে, চীনে ১৩ জন কানাডীয় নাগরিককে আটক করা হয়েছে। গত ১ ডিসেম্বর কানাডার ভ্যানকুভার শহর থেকে চীনের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের এক শীর্ষ কর্মকর্তাকে আটকের পরেই বেশ কয়েকজন কানাডীয় নাগরিককে আটক করে চীন। তবে এদের মধ্যে কমপক্ষে আটজনকে ইতোমধ্যেই মুক্তি দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার এক বিবৃতিতে কানাডা সরকারের তরফ থেকে তাদের নাগরিকদের চীনে আটক হওয়ার বিষয়ে জানানো হলেও তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আনা হয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে এদের মধ্যে মাত্র তিনজন কানাডীয় নাগরিকের বিষয়ে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অনুরোধে হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা এবং কোম্পানির প্রতিষ্ঠাতার মেয়ে মেং ওয়ানঝুকে কানাডায় আটকের ঘটনায় কানাডা এবং চীনের মধ্যে কূটনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। মেং ওয়ানঝুকে আটকের পরেই এর জবাবে চীন কানাডার কয়েকজন নাগরিককে আটক করে।

তবে কানাডার তরফ থেকে বলা হচ্ছে মেং এবং কানাডার নাগরিকদের আটক করার মধ্যে স্পষ্ট কোন সম্পর্ক নেই। তবে বেইজিংভিত্তিক পশ্চিমা কূটনীতিকরা এবং সাবেক কানাডীয় কূটনীতিকরা বলছেন, এই আটকের ঘটনা চীনের তরফ থেকে কানাডার জন্য ইট মেরে পাটকেল খাওয়ার মতো অবস্থা তৈরি করেছে।

Advertisement

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটক হওয়া ১৩ কানাডীয় নাগরিকের মধ্যে রয়েছেন, মাইকেল কভরিগ, মাইকেল স্প্যাভোর এবং কানাডার সরকারি কর্মকর্তা সারা ম্যাকলেভার।

তবে আটক করা হলেও পরে মুক্তি পেয়েছেন ম্যাকলেভার। তিনি একজন শিক্ষক। তিনি মুক্তির পর কানাডায় ফিরেছেন। কভরিন এবং স্প্যাভোর এখনও পুলিশ হেফাজতেই আছেন।

গত কয়েক বছরে বিভিন্ন কারণে চীনে আটক হয়েছেন প্রায় দুইশো কানাডীয়। একইভাবে যুক্তরাষ্ট্রে একই পরিস্থিতিতে পড়তে হয়েছে প্রায় ৯শ কানাডীয়কে।

টিটিএন/এমএস

Advertisement