প্রবাস

বাংলাদেশের জনগণকে বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপের অভিনন্দন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছে প্রবাসী সংগঠন ‘বঙ্গবন্ধু প্রকৌশলী ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপ শাখা’। নির্বাচনের ফলাফল জানার পর বিবৃতিতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানায় সংগঠনটি।

Advertisement

বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, ‘দেশবাসীর গুরুত্বপূর্ণ ভোট বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা গতিশীল করবে, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। অভিনন্দন ও স্বাগতম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, টানা তৃতীয়বার ও চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য।’

সংগঠনটির সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম শেলী বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রাখতে আজ আপনাদের এ সঠিক সিদ্ধান্ত নিঃসন্দেহে জাতি কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখবে।’

সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘এবারের ভোট বিপ্লবে বাংলাদেশের জনগণ জানিয়ে দিলো যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িকতার স্থান বাংলাদেশ নয়, গুজবের স্থান বাংলাদেশ নয়।’

Advertisement

প্রকৌশলী ও বিশেষজ্ঞ পরিষদ, ইউরোপ শাখার পক্ষে আরও অভিনন্দন জানান, সাইফুর রহমান মিশু (সুইডেন), হায়দার আলী (সুইডেন), শাফি আহমেদ মুকুল (সুইডেন), রুবায়েদ শরিফ (নরওয়ে), হিল্লোল বড়ুয়া (ডেনমার্ক), সজল আস্ফাক (সুইডেন), আন্নাদুজ্জামান কাজল (হল্যান্ড)।

অভিনন্দন জানান, খাণ ওলীদ মাণ্ণাণ (সুইডেন), মোতালেব হোসেন (ডেনমার্ক), খাণ মাসরুফ (নরওয়ে ), আব্দুল্লাহ আল মাসুম (সুইডেন), ইশতিয়াক হোসেন (সুইডেন), মনির খান (সুইডেন), মেহেদি হাসান (সুইডেন), ইশতিয়াক উজ্জল (সুইডেন), সাম্মি দাস (সুইডেন), জুবায়েদুল হক সবুজ (সুইডেন) এবং ইউসুফ দিনার (জার্মানি, বন্ধন শাহরিয়ার (সুইডেন)।

এমআরএম/জেআইএম

Advertisement