দেশজুড়ে

‘রীতিমতো ভোট ডাকাতি হচ্ছে’

ভোট কারচুপি, নেতাকর্মীদের মারধর ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দিয়ে ভোট ডাকাতির অভিযোগ করেছেন ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন (ভিপি জয়নাল)। রোববার সকালে ভোটগ্রহণ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ফলেশ্বর এলাকায় নিজ বাড়িতে ডাকা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

Advertisement

ভিপি জয়নাল বলেন, ‘ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে। আগের দিন আমার নেতাকর্মীদের মারধর করা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে ধানের শীষের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। প্রচুর জাল ভোট দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন।’

নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেছেন তিনি। এ তথ্য জানিয়ে ভিপি জয়নাল বলেন, ‘এসব বিষয়ে আমি নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাইনি। কেউ-ই আমার কথা শুনে পাশে দাঁড়াননি।’

ফেনী-২ আসনের ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘ভোটের নামে লুটপাট হচ্ছে। রীতিমতো ভোট ডাকাতি হচ্ছে। এসব ভোট বাতিল করা হোক। কেন্দ্রে বিএনপির সমর্থকদের যেতে দেওয়া হচ্ছে না। আর ভোট দেওয়ার মতো কোনো ব্যালটও নেই।’

Advertisement

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এই প্রার্থী বলেন, ‘নির্বাচন বর্জনের বিষয়টি কেন্দ্রের সিদ্ধান্ত। তবে আমার আসনের যে সব কেন্দ্রে জাল ভোট হয়েছে, সেগুলো বাতিলের দাবি জানাচ্ছি।’

ফেনী-২ আসনে ভিপি জয়নালের প্রতিদ্বন্দ্বী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী-২ (সদর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৭ হাজার ৬শ’ ৮৪ জন। এর মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৫২৭ জন পুরুষ ও ১ লাখ ৬৮ হাজার ১৫৭জন নারী ভোটার। নির্বাচনে এ আসনে ১২৬ ভোটকেন্দ্র ও ৬৩৮টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এএ/পিআর

Advertisement