বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
Advertisement
রোববার সকাল ১১টার কিছু আগে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট দেয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। সিইসির সহধর্মিনী হোসনে আরা হুদা এ সময় তার সঙ্গে ছিলেন।
সিইসি বলেন, ‘চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার কথা আমি শুনেছি। ঘটনাগুলো ঢাকায় বসে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ থাকবে।’
বিভিন্ন কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘এজেন্ট যদি কেন্দ্রে না আসে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি?’ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা ভোট শেষে বলা যাবে।’
Advertisement
‘দেশের অনেক কেন্দ্রে কক্ষের পর্দা খুলে ভোট দিতে বাধ্য করা হচ্ছে’- এমন অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। এমন পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেয়া আছে।’
জেপি/এমএআর/এমএস