একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি থাকলেও তা বন্ধ রাখতে হবে। নির্বাচনী তথ্য কনিকা-২৫ এ সংক্রান্ত সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
Advertisement
এতে বলা হয়েছে, ভোট কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, তবে সেটি অবশ্যই বন্ধ রেখে বুথে প্রবেশ করতে হবে। বুথে কেউ মোবাইল চালুর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া সাংবাদিকদের এক ব্রিফিংয়ে শনিবার (২৯ ডিসেম্বর) সচিব হেলালুদ্দীন আহমেদও বলেন, ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন। তবে সেটি অবশ্যই বন্ধ রাখতে হবে। নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রের ভেতরে কেবল প্রিজাইডিং কর্মকর্তা এবং কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবেন।
Advertisement
আরএম/এএইচ/জেআইএম