ধর্ম

আড়াই হাজার টন ওজনের মসজিদ স্থানান্তর!

অবিশ্বাস্য হলেও সত্যি যে, ৬১০ বছরের পুরনো আড়াই হাজার টন ওজনের পুরো আস্ত একটি মসজিদ স্থানান্তর করা হয়। বাঁধ নির্মাণের ফলে বন্যায় মসজিদটি ডুবে যাওয়ার আশংকায় পুরো অবকাঠামো ঠিক রেখে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

Advertisement

তুরস্কের ব্যাটম্যান প্রদেশের প্রাচীন শহর হাসানকেফে অবস্থিত আইয়ুব মসজিদ এটি। ৩০০ চাকা বিশিষ্ট রোবট গাড়ির সাহায্যে পুরো মসজিদটি স্থানান্তর সম্পন্ন করা হয়।

প্রাচীন শহর হাসানকেফ অঞ্চলে জনস্বার্থে নির্মিত চতুর্থ বৃহত্তম বাঁধ ইলিসুর নির্মাণ কাজের সুবিধার্থে মসজিদটি স্থানান্তর করে তা হাসানকেফের নতুন কালচারাল পার্কে স্থাপন করা হয়।

মসজিদটি ছাড়াও মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের অনেক গুরুত্বপূর্ণ ৬ হাজার স্থাপনাও রয়েছে এ পার্কে।

Advertisement

আরও পড়ুন > থার্টি ফাস্ট নাইট : ‘কুরআনের সঙ্গে একটি রাত’ 

উল্লেখ্য যে, তুরস্কের প্রাচীন শহর হাসানকেফের ওই অঞ্চলে চতুর্থ বৃহত্তম বাঁধ ইলিসুর নির্মাণ হলে শহরটি সম্পূর্ণ ডুবে যেতে পারে বলেই মুসলিম ও খ্রিস্টানদের প্রাচীন স্থাপনাগুলো স্থানান্তর করা হয়।

এমএমএস/এমকেএইচ

Advertisement