মিসরে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামী ও অপরজন মিসরীয় বলে নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
Advertisement
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যটকবাহী বাসটি গিজা পিরামিডের নিকট দিয়ে যাওয়ার সময় হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। এ সময় বাসটিতে ১৪ জন ভিয়েতনামী পর্যটক ছিলেন। নিহত অপরজন স্থানীয় ট্যুর গাইড।
দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি বলেছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, বাসটি স্থানীয় নিরাপত্তাকর্মীদের পরামর্শ ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল। পরে ডিভাইসটিকে আঘাত হানলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গ্রুপ হামলার দায়দায়িত্ব স্বীকার করেননি। তবে এর আগে ইসলামী সশস্ত্র গ্রুপ পর্যটকদের হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। গত বছর লোহিত সাগরের জনপ্রিয় একটি রিসোর্টের হোটেলে দুইজন জার্মানি ছুরিকাঘাতে মারা যান।
Advertisement
এসআর