ভারতে রফতানিকৃত কিছু চীনা পণ্যে মেলামাইনের উপস্থিতি পেয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণে চীনের বেশ কয়েকটি পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
Advertisement
পণ্যগুলো হলো প্যাকেজড দুধ, দুগ্ধজাত দ্রব্য ও চকোলেট। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে কড়া নিষেধাজ্ঞা জারি করে এ বিষয়ে চীনকে জানিয়ে দেয়া হয়েছে।
আপাতত ২০১৯ সালের ২৩ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে এই পণ্যগুলো ভারতে পাঠাতে পারবে না চীন।
মেলামাইন এক ধরনের রাসায়নিক যা প্লাস্টিক ও সার তৈরিতে কাজে লাগে। মেলামাইন ক্যানসারের মতো মারণ রোগ ডেকে আনতে পারে।
Advertisement
প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর নানা সময়ে এই নিষেধাজ্ঞা শিথিলও করা হয়েছে।
বিএ