আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন তরুণরা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগ মোড়সহ ৭৭টি স্থানে একযোগে এ আহ্বান জানান তারা।
Advertisement
রোববার বিকেল ৩টায় ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’ নামে একটি সংগঠনের কর্মীরা ৭৭টি স্থানে লিফলেট বিতরণ করেন। যেখানে যুদ্ধাপরাধী ও তাদের দোসরদের ভোট না দেয়ার আহ্বান জানানো হয়।
লিফলেটে বলা হয়, ‘মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল জামায়াতে ইসলাম থেকে ২২ জনকে মনোনয়ন দিয়েছে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন প্রাপ্তদের মধ্যে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও অভিযুক্ত পরিবারের প্রার্থী রয়েছে ১০ জনের মতো। যা আমাদের ব্যথিত করে।’
লিফলেটে বলা হয়, ‘আমরা ঐক্যফ্রন্টের নেতৃত্বে থাকা ড. কামাল হোসেন ও আ স ম আবদুর রবদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ বলে জানতাম। সেই জায়গা থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্মের একটি প্রতিনিধি দল ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করি। আমাদের আবেদনের মধ্যে ছিল জামায়াতের সঙ্গ ত্যাগ নিয়ে সুনির্দিষ্ট ঘোষণা, জামায়াতের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গ ত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের সঙ্গ ত্যাগ।’
Advertisement
লিফলেটে বলা হয়, ‘আবেদনসমূহের বিষয়ে অবগত হওয়ার পর ড. কামাল হোসেন ব্যস্ততার অজুহাত দেখিয়ে পরবর্তীতে আমাদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা তরুণ প্রজন্ম মনে করি, বিষয়টি নিয়ে প্রকাশ্যে আলোচনা হওয়া দরকার।’
সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান সমন্বয়ক মাজহারুল কবির শয়ন বক্তব্য দেন। এ সময় সংগঠনের সদস্য সাব্বির হোসেন, মিমু দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএস/এনডিএস/জেআইএম
Advertisement