আন্তর্জাতিক

গাঁজার বৈধতা প্রশ্নে নিউজিল্যান্ডে গণভোট

গাঁজার বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন করবে নিউজিল্যান্ড। ২০২০ সালের আসন্ন জাতীয় নির্বাচনের সময় এ গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী অ্যান্ড্রু লিটিল। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

Advertisement

গত বছর এ নিয়ে দুই দলের মধ্যে তর্কবিতর্কের জেরে লেবার পার্টির জোট সরকারের প্রধানমন্ত্রী জেসিডা আর্ডেন গণভোটের আয়োজন করার প্রতিশ্রুতি দেন। গত কয়েক সপ্তাহ আগে দেশটির আইনপ্রণেতারা ওষুধসম্বন্ধীয় ব্যবহারের জন্য গাঁজা সেবনকে সবুজ সংকেত দেয়ার পর সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেন আইনমন্ত্রী অ্যান্ড্রু লিটিল।

গত বছরের একটি জরিপে দেখা যায় গাঁজা সেবনকে বৈধতা দেয়ার পক্ষে মত দেন নিউজিল্যান্ডের দুই-তৃতীয়াংশ নাগরিক। সম্প্রতি কানাডা ও উরুগুয়েসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ গাঁজা সেবনের বৈধতা দিয়েছে।

আরও পড়ুন >> মেয়ের ধর্ষণকারীকে কুপিয়ে হত্যা করলেন মা

Advertisement

মন্ত্রিসভার বৈঠকে গণভোটের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে আইনমন্ত্রী অ্যান্ড্রু লিটিল বলেন, ‘আমরা জানি এটা কবে হবে। আমাদের এ ব্যাপারে একটি প্রতিশ্রুতি আছে যেটা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। এখন এটা শুধু একটা প্রশ্নের ব্যাপার।’

নিউজিল্যান্ডে ক্ষমতাসীন তিন দলীয় জোট সরকারের সংখ্যাগরিষ্ঠ বামপন্থী শরিক দল হলো লেবার পার্টি। উদারনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে দলটির।

এসএ/এমএস

Advertisement