বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের সময় আদালতে উপস্থিত ছিলেন না দলের কোনো সিনিয়র আইনজীবী।
Advertisement
মঙ্গলবার দুপুরে বিচারপতি জে বি এম হাসানের একক হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়ে আদেশ দেয়া হয়।
সোমবার সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল রিটের (খালেদার পক্ষে) শুনানি করলেও মঙ্গলবার দুপুরে আদেশ ঘোষণার সময় তাদের কেউই উপস্থিত ছিলেন না। তবে আদেশ শুনতে সেখানে গিয়েছিলেন বিএনপির একমাত্র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান।
অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত থেকে শুনানি ও আদেশে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
Advertisement
আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ফলে বেগম জিয়ার প্রার্থিতা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা যে আদেশ দিয়েছিলেন তা-ই বহাল থাকলো। অর্থাৎ তিনি আর নির্বাচন করতে পারছেন না।
এফএইচ/এআর/এমএমজেড/পিআর