চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের প্রার্থী কারাবন্দি বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানিয়েছেন তার মা শায়েস্তা খানম। সোমবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরের বাদশামিয়া সড়কে শাহাদাতের বাসভবনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।
Advertisement
শায়েস্তা খানম বলেন, ‘গতকাল (রোববার) আনুমানিক রাত ৩টার দিকে হঠাৎ গোয়েন্দা পুলিশ ঘর তল্লাশির জন্য বেপরোয়াভাবে কলিংবেল দিতে থাকে। তখন আমি তাহাজ্জুতের নামাজে। বাসায় পুরুষ বলতে কেউ নেই। তাদের বেপরোয়া কলিংবেলের কারণ জানতে চেয়ে জিজ্ঞাসা করি আপনারা কারা? তারা বলল ডিবির লোক। আমি বললাম এখনতো দরজা খুলতে পারবে না। উত্তরে তারা বলে, দরজা না খুললে দরজা ভেঙে ভেতরে ঢুকব। আমাদের উপরের অর্ডার আছে।’
শায়েস্তা খানম আরও বলেন, ‘পরে দারোয়ানের গলার আওয়াজ পেয়ে দরজা খুলি। ভেতরে ঢুকে তারা বলে, আপনার ঘরের সব কক্ষ তল্লাশি করা হবে। এরপর তারা আমার থেকে রুমের চাবি নিয়ে দরজা খুলে তল্লাশি চালায়। একপর্যায়ে আমার বাথরুমের দরজা লাথি মেরে ভেঙে ফেলে।’
সেসময় আমি তাদের প্রশ্ন করি, `শাহাদাত আমার ছেলে, সেতো কারাগারে, তারপরও আপনারা বাসায় কেন?'
Advertisement
শায়েস্তা খানম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে কারাগারে থেকে নির্বাচন করছে। আমাদের নেতাকর্মীদের মারধর করা হচ্ছে। শুধু মারধর না নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত মাইক ও সিএনজি ভাঙচুর করছে। ছেলেকে ধরে নিয়ে গেছে আজ দুই মাস। শুরু করেছে ঘরে ঘরে তল্লাশি; এরকম করলে আমরা কোথায় যাব,আমাদের তো আর কোথাও বাড়ি নাই। এরকম করলে আমরা কোথায় যাব। কার কাছে বিচার চাইব।’
প্রসঙ্গত, ডা. শাহাদাতকে গত ৭ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকায় গিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে। প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, পরে কাশিমপুর কারাগারে রাখা হয় এবং বর্তমানে তার ঠিকানা চট্টগ্রাম কারাগার। জেল থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন ডা. শাহাদাত।
আবু আজাদ/জেডএ/আরআইপি
Advertisement