প্রবাস

বেলজিয়ামে আ.লীগের বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে বেলজিয়াম আওয়ামী লীগ লিয়াজ শহরে আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ সফি। পরিচালনা করেন রিয়াজুল ইসলাম খান সাজু।

Advertisement

প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা। ওমর ফারুক সাধারণ সম্পাদক লিয়াজ আওয়ামী লীগ। মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন বলে বক্তারা মন্তব্য করেন।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন ১৬ ডিসেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন- নিজাম মিধা, সুজন সিকদার, মন্টু খন্দকার, চন্দন সাহা, খান বুলবুল, আমজাদ হোসেন, প্রমুখ।

Advertisement

এমআরএম/আরআইপি