প্রগৈতিহাসিক যুগের একটি জীবাশ্ম উদ্ধার হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ওই জীবাশ্মটির বয়স ৭ লাখ বছর। তুরস্কভিত্তিক সংবাদসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের জেনারেল আলভারাদো মিউনিসিপালিটি একটি লিখিত বিবৃতির মাধ্যমে জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় মার ডেল সুর নামের একটি সমুদ্র সৈকত দিয়ে এক পরিবার হেঁটে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ে ওই জীবাশ্মটি।
যে জায়গায় ওই জীবাশ্মটি খুঁজে পাওয়া গেছে, তা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। জীবাশ্মটি দেখার পর ওই পরিবার স্থানীয় পুতনা হারমেঙ্গো জাদুঘর কর্তৃপক্ষকে জানায়। পরে জাদুঘর কর্তৃপক্ষ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
বৈজ্ঞানিক পদ্ধতিতে জীবাশ্মটি বিশ্লেষণ করে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রায় ৭ লাখ বছরের পুরনো। আর এর ওজন এক টনেরও বেশি। তাছাড়া এটির সঙ্গে অনেক লম্বা একটি কঙ্কালও রয়েছে। এই প্রজাতির প্রাণীর নাকি অনেক বড় বড় নখ ছিল, যা দিয়ে বিশাল গর্ত করা সম্ভব।
Advertisement
এসএ/এমএস