আন্তর্জাতিক

ফ্রান্সের হামলাকারী পুলিশের গুলিতে নিহত

ফ্রান্সের স্ট্রেসবুর্গ ক্রিসমাস মার্কেটে মঙ্গলবার হামলা চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফি কাসতানের জানিয়েছেন, ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় জড়িত ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাত আটটার দিকে পূর্বাঞ্চলীয় শহর স্ট্রেসবুর্গের ক্রিসমাস মার্কেটে হামলার পর থেকেই পলাতক ছিলেন ওই বন্দুকধারী। তল্লাশি করে পুলিশ তাকে আটক করার চেষ্টা করলে সে গুলি ছোড়ে। পরে পুলিশের গুলিতে নিহত হয় সে।

ক্রিসমাস মার্কেটে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ফ্রান্স এবং জার্মানিতে অপরাধের কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন ২৯ বছর বয়সী চেকাত। বেশ কিছুদিন তিনি জেলও খেটেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফি কাসতানের বলেন, রুয়ে ডু লাজারেতে চেকাতের মতোই কাউকে খুঁজে পেয়েছিল তিন পুলিশ কর্মকর্তা। পুুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে সে ঘুরে দাঁড়ায় এবং গুলি ছোড়ে। পরে পুলিশও তাকে উদ্দেশ করে গুলি ছোড়ে। ওই হামলাকারীকে খুঁজে বের করতে কয়েকশ পুলিশ এবং নিরাপত্তাকর্মী কাজ করেছেন।

Advertisement

হামলার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চেকাতের মা-বাবা এবং দুই ভাই রয়েছেন। টিটিএন/পিআর