রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইস্ট জোন আর নর্থ জোনের মধ্যকার ম্যাচ চলছে। ইস্ট জোনের ৪৬৬ রানের জবাবে তৃতীয় দিনে ৩৭৭ রানে অলআউট হয়েছে নর্থ জোন। প্রথম ইনিংসে ৮৯ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে ইস্ট জোন।
Advertisement
২ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নর্থ জোন। ফরহাদ হোসেন ৩৪ আর নাঈম ইসলাম ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে ছিলেন। ফরহাদ আর নাঈমের তৃতীয় উইকেট জুটিটি ১০১ রান পর্যন্ত গিয়েছে।
৬৪ রান করে আবু জায়েদ রাহির বলে এলবিডব্লিউ হন ফরহাদ। এরপর তানবীর হায়দার ২ রানে ফিরে যান এনামুল হক জুনিয়রের শিকার হয়ে। পঞ্চম উইকেটে ধীমান ঘোষকে নিয়ে ৮৯ রানের আরেকটি জুটি গড়েন নাঈম ইসলাম। ধীমানকেও ফেরান রাহি। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান করেন ৬৮ রান।
এরপর রাহি ঝড় চলেছে। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬তম সেঞ্চুরি তুলে নেন নাঈম। তিনিও অবশ্য রাহির আগুনে বোলিং থেকে রেহাই পাননি। ২৪৩ বলে ৮ বাউন্ডারিতে কাটায় কাটায় ১০০ রান করে ফিরেন নাঈম।
Advertisement
৭৪ রান খরচায় ৬টি উইকেট নেন আবু জায়েদ রাহি। এনামুল হক জুনিয়রের শিকার ২ উইকেট। একটি করে উইকেট হাসান মাহমুদ আর তাইজুল ইসলামের।
এমএমআর/এমকেএইচ