চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা খিজির হায়াতকে হত্যার পরিকল্পনাকারী আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য এমদাদুল ইসলাম ও আবু বকরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
Advertisement
মঙ্গলবার তাদের দুইজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক কামরুজ্জামান।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার রাজধানীর বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলাটিমের সামরিক শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
উল্লেখ্য, সম্প্রতি খিজির হায়াত খান ‘মিস্টার বাংলাদেশ’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে জঙ্গিবাদবিরোধী বার্তা প্রচার করা হয়। এরপর থেকেই খিজির হায়াতকে হত্যার টার্গেট করে জঙ্গিরা। হত্যার ঘটনায় রাজধানীর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।
জেএ/জেডএ/এমকেএইচ