ক্যাম্পাস

ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তির ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১১ ডিসেম্বর) এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় মোট দুই হাজার ৪৭৫টি আসনের বিপরীতে পাঁচ হাজার ২১ ছাত্রী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার হাজার ৪৬১ জন। পাসের হার ৮৮ দশমিক ৮৫ শতাংশ। ফলাফলের বিস্তারিত তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গার্হস্থ্য অর্থনীতি-ইউনিট নোটিশ বোর্ড থেকে পাওয়া যাবে।

এছাড়া, মোবাইল থেকে DU GOC টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।

ভর্তি হতে আগ্রহী পাসকৃত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

Advertisement

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০১৮ শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএইচ/এএইচ/পিআর