আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে ভারি তুষারঝড়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক লাখ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Advertisement

তুষারঝড় ও বৈরী আবহাওয়ার কারণে নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। সপ্তাহজুড়েই কিছু এলাকায় ১৮ দশমিক ৫ ইঞ্চি তুষারপাত হয়েছে।

গাড়ির ওপর গাছের চাপায় একব্যক্তির মৃত্যু হয়েছে। একটি নদীতে একটি গাড়ি পাওয়া গেছে। কিন্তু এর চালককে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি হয়তো তুষারঝড়ে মারা গেছেন। তার মরদেহ খুঁজে বের করতে তল্লাশি চালানো হচ্ছে।

নর্থ ও সাউথ ক্যারোলিনা, তেনেসে, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চল দিয়ে ভয়াবহ তুষারঝড় বয়ে গেছে। কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণাঞ্চলে ক্রমাগত তুষারপাত এবং বরফ পড়ছে।

Advertisement

সোমবার এক সংবাদ সম্মেলনে নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কোপার বলেন, এক বছরে যে পরিমাণ তুষারপাত হয় কিছু এলাকায় একদিনেই সে পরিমাণ তুষারপাত হয়েছে।

ক্যারোলিনা, আলাবাম, তেনেসে এবং জর্জিয়ায় রোববার তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) এক টুইট বার্তায় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে জরুরি অবস্থা বজায় থাকবে।

টিটিএন/এমকেএইচ

Advertisement