জয়-পরাজয়ের গাণিতিক হিসেবে আগের সবারইকে অনেক আগেই পেছনে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা। বাকি রয়েছে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড নিজের করে নেয়া। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে সে অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
Advertisement
বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডটা দীর্ঘ এগারো বছর ধরে রয়েছে হাবিবুল বাশার সুমনের দখলে। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ে সবমিলিয়ে ৬৯টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশের হয়ে টস করেছেন বাশার। তার অধীনে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে ২৯টি ম্যাচে।
বাশারের এ জয়ের রেকর্ড চলতি বছরের জুলাইতেই ভেঙেছেন মাশরাফি। তাও মাত্র নিজের অধিনায়কত্বের ৫৬তম ম্যাচেই। এরপর মাশরাফি অধিনায়কত্ব করেছেন আরও ১২টি ম্যাচে। সেখানে বাংলাদেশ জিতেছে ৯টিতেই সবমিলিয়ে দুই দফার অধিনায়কত্বে মাশরাফি দলকে নেতৃত্ব দিয়েছেন ৬৮টি ওয়ানডেতে। যার মধ্যে ৩৯টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ। জয়ের সংখ্যায় দেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনিই।
মঙ্গলবারের ম্যাচে বাশারের সমান ৬৯তম ম্যাচে টস করতে নামবেন মাশরাফি বিন মর্তুজা। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু সেবার ওয়ানডে সিরিজ শুরুর আগেই ইনজুরিতে ছিটকে যান মাঠের বাইরে। ফলে করা হয়নি সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব।
Advertisement
তবে পরের বছরই ইংল্যান্ড সফরে রঙিন পোশাকের বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দেন মাশরাফি। তার অধীনে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় বাংলাদেশ। এরপর আবার একই বছর ঘরের নিউজিল্যান্ড সিরিজে ইনজুরির কারণে ছিটকে পড়েন মাশরাফি। দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পান ২০১৪ সালে। এবার অধিনায়কত্ব পেয়ে বাংলাদেশ দলকে নতুন উচ্চতায় তুলেছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা এ অধিনায়ক।
দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পর এখন পর্যন্ত ইনজুরির কারণে কোনো ম্যাচ মিস করেননি মাশরাফি। এ সময়ে বাংলাদেশ খেলেছে ৬৪টি ম্যাচ। যার মধ্যে ৬১টিতেই অধিনায়ক ছিলেন মাশরাফি। বাকি তিন ম্যাচ খেলতে পারেননি বিশ্রাম ও স্লো ওভার রেটে কারণে পাওয়া নিষেধাজ্ঞার কারণে।
আর এবার তার দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে যুক্ত হবে নতুন পালক। মঙ্গলবারের ম্যাচে টস করতে নামলেই বাংলাদেশের পক্ষে সবশেষে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ডে হাবিবুল বাশারকে ছুঁয়ে ফেলবেন মাশরাফি। আর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাশারকে ছাড়িয়ে শীর্ষস্থানে একাই বসবেন তিনি।
বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডেতে নেতৃত্ব দেয়া অধিনায়করা
Advertisement
১/ হাবিবুল বাশার সুমন - ৬৯ ম্যাচ (২৯ জয়)২/ মাশরাফি বিন মর্তুজা - ৬৮ ম্যাচ (৩৯ জয়)৩/ সাকিব আল হাসান - ৪৯ ম্যাচ (২৩ জয়)৪/ মোহাম্মদ আশরাফুল - ৩৮ ম্যাচ (৮ জয়)৫/ মুশফিকুর রহমান - ৩৭ ম্যাচ (১১ জয়)
এসএএস/এমএমআর/আরআইপি