ফরিদপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার বিএনপিসহ পাঁচ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ফরিদপুরের চারটি আসনে বিএনপির চারজন প্রার্থী দিয়ে সরে গেলেন চার বিএনপি প্রার্থী। তাদের সঙ্গে সরে গেলেন জাকের পার্টির এক প্রার্থী।
Advertisement
বিএনপির মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া প্রার্থীরা হলেন- ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-২ দুই আসনে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ তিন আসনে নায়াবা ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনে জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহারিয়ার ইসলাম শায়লা।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনের প্রতিটিতেই বিএনপির প্রার্থী হিসেবে দুইজন করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
গত শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রতিটি আসনে একজন করে মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করেন। যাদের নাম চূড়ান্ত তালিকায় নেই তারাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন।
Advertisement
এদিকে, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমির ফয়সাল ফরিদপুর-২ আসনে জাকের পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
বিকে সিকদার সজল/এএম/আরআইপি