গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের পাশের সড়কে দলটির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার সকাল ১০টা থেকে মনোনয়নবঞ্চিত কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, মুন্সীগঞ্জ-১ আসনের এম আব্দুল্লাহ এবং ঢাকা-১ আসনের আশফাকের পক্ষে এই বিক্ষোভ শুরু হয়।
Advertisement
বিক্ষোভ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভকারীদের মধ্যে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়। তারা খালেদা জিয়ার কার্যালয়ের ফটক ভাঙার চেষ্টা চালায়। এ সময় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বিক্ষোভ না করার অনুরোধ জানিয়ে মাইকে বলা হয়, ‘আজ অফিস বন্ধ’। এতে আরও ক্ষুব্ধ হন বিক্ষোভকারীরা। কুমিল্লা-৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা হুঁশিয়ারি দেন, যদি মঞ্জুরুল আহসান মুন্সীকে মনোনয়ন না দেয়া হয় তাহলে তারা ১৫ দিনের অনশনে যাবেন, আবার কেউ বা বলেন, গণহারে পদত্যাগ করা হবে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা আরও বলেন, জেএসডির মালেক রতনের সঙ্গে এলাকার মানুষের কোনো সম্পর্ক নেই। তিনি ভোটকেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারবেন না। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তারা বলেন, ‘মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপির রাজনীতি করেন বলেই তার বিরুদ্ধে ২৯টি মামলা। যতক্ষণ পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সীকে মনোনয়ন না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।’
খালেদা জিয়ার কার্যালয়ের ফটক ভাঙার চেষ্টাকারীরা বহিরাগত দাবি করে মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা বলেন, ‘যারা আমাদের এখান থেকে সরে যেতে বলেছে আমরা তাদেরকে চিনি না। তারা আমাদের সরে বললে আমরাও তাদেরকে সরে যেতে বলেছি। তারপরও তারা ফটক ভাঙার চেষ্টা চালায়। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি।’
Advertisement
মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নবঞ্চিত এম আব্দুল্লাহর সমর্থকরাও জানিয়েছেন, কাঙ্ক্ষিত ব্যক্তির মনোনয়ন না নিয়ে তারা ফিরবেন না। দুপুর ১টার দিকে ঢাকা-১ আসনের আশফাক উদ্দিনের সমর্থকদের গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে।
কেএইচ/এসআর/পিআর