মুন্সীগঞ্জে বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে হামলার ঘটনায় নৌকার প্রার্থীর নাম জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা মিথ্যা এবং হাস্যকর বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী মাহী বি. চৌধুরী।
Advertisement
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বলেন, ‘শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা বিএনপির দলীয় কোন্দলের জেরেই হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর এ ঘটনার দোষ চাপানোর অপচেষ্টা মুন্সীগঞ্জের জনগণের কাছে পরিষ্কার।’
মাহী বি. চৌধুরী আরও বলেন, ‘তিনি কখনোই সন্ত্রাস নির্ভ্রর রাজনীতি করেননি। যারা বিক্রমপুরে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে তাদের জনগণ ভালোভাবেই চেনে।’
মাহী আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সন্ত্রাস, নাশকতা ও মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সুস্পষ্ট রায় প্রদান করবে।’
Advertisement
প্রসঙ্গত, মুন্সীগঞ্জে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি বহরে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। গাড়িবহরে ৭ রাউন্ড গুলি ছোড়া হয় এবং এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে শাহ মোয়াজ্জেম হোসেন অক্ষত আছেন। শনিবার বিকেল ৫টার দিকে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এইউএ/এনডিএস/এমএস