ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেকের কিছু অংশ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
Advertisement
শনিবার রাতে পার্থ নিজেই জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ভোলা-১ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র কিনেন আন্দালিব রহমান পার্থ।
এদিকে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে মনোনয়ন পেয়েছেন বরেণ্য চিত্রনায়ক ফারুক।
Advertisement
গতকাল শুক্রবার ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে জোট থেকে মনোনয়ন না দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবশে করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ভোলার কালিনাথ রায়ের বাজার দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিলটি বের করে। পরে তারা একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের মনোনায়পত্র আপিল শুনানির পর বৈধতা পাওয়ার নেতকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা এই আসনে জোট থেকে আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন না দেয়ার দাবি জানান।
কেএইচ/জেএইচ/জেআইএম
Advertisement