আন্তর্জাতিক

সৌদিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ছয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের ওপর সৌদি জোটের বর্বর বিমান হামলার জবাবে হুথি সমর্থিত সেনারা এসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করা হয়েছে।

Advertisement

ইয়েমেনি সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটের একটি সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ছয়টি স্বল্প পাল্লার জিলজাল ক্ষেপণাস্ত্র দিয়ে জিজানে সমবেত সৌদি জোটের ওপর হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্রগুলো সফলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে অজ্ঞাতসংখ্যক শত্রু নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, জিজান প্রদেশের আন-নাহার পাহাড়ের কাছে পুতে রাখা বোমার বিস্ফোরণে সৌদি আরবের অন্তত তিন সেনা নিহত ও দু'জন আহ্ত হয়েছে। এছাড়া, ইয়েমেনের সেনারা পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দর এলাকা থেকে সৌদি জোটের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

টিটিএন/এমএস

Advertisement