রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বিএনপির প্রার্থী জামায়াত নেতা গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা। বুধবার দুপুর ১২টায় গোলাম রব্বানীর পক্ষে তার আইনজীবী বায়োজিদ ওসমানী এ মনোনয়ন দাখিল করেন। এ সময় তার প্রস্তাবক এবং সমর্থকও উপস্থিত ছিলেন।
Advertisement
মনোনয়ন গ্রহণ করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল হাবীব সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশে গোলাম রব্বানীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানানো হবে।
মনোনয়নপত্র দাখিলের পর গোলাম রব্বানীর আইনজীবী বায়েজিদ ওসমানী বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গত ২৮ নভেম্বর মনোনয়ন দাখিল করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে উচ্চ আদালতে আবেদন করা হলে আদালত মনোনয়ন গ্রহণের নির্দেশ দেন।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে মনোনয়নপত্র নিয়ে বিএনপি ও জামায়াতপন্থী ২৫/৩০ জন আইনজীবী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান । এসময় পুলিশ প্রধান ফটকে তাদের বাধা দিয়ে প্রস্তাবক ও সমর্থকসহ ৬/৭ জন আইনজীবীকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়।
Advertisement
জিতু কবীর/এফএ/জেআইএম