খেলাধুলা

চার সপ্তাহ মাঠের বাইরে পাকিস্তানি পেসার আব্বাস!

কদিন আগে 'শতবর্ষের সেরা' পেসারের স্বীকৃতি পেয়েছেন। সাদা পোশাকের ক্যারিয়ারে রঙিন সময়ই পার করছেন মোহাম্মদ আব্বাস। ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানি এই পেসারের জন্য ধাক্কা হয়ে এলো চোট।

Advertisement

দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ইনিংস জয়ের টেস্টে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান আব্বাস। ব্যথা কমাতে ওই টেস্টে পেইনকিলার নিয়ে খেলতে হয় আব্বাসকে। বুধবার তার কাঁধের অবস্থা জানতে স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের সেই কাগজ স্পেশালিস্ট ডাক্তারের কাছেও পাঠানো হয়েছে। এখনও ফল আসেনি।

তবে প্রাথমিকভাবে যতটুকু ধারণা করা যাচ্ছে, তাতে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে পারেন আব্বাস। সেক্ষেত্রে আগামী সপ্তাহে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টটি খেলতে পারবেন না তিনি।

এখানেই শেষ নয়, সত্যিই যদি চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়, তবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরেও পাওয়া যাবে না ডানহাতি এই পেসারকে। পাকিস্তান দলের জন্য বড় দুঃসংবাদই।

Advertisement

২০১৭ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় আব্বাসের। এরপর থেকে দলের নিয়মিত সদস্য তিনি। ১২ টেস্টে দেশের হয়ে ৬১টি উইকেট নিয়েছেন এই পেসার।

এমএমআর/আরআইপি