প্রবাস

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ নভেম্বর) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি।

Advertisement

সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক প্রতিবেদন পেশ করলে কণ্ঠভোটে প্রতিবেদন ও গঠনতন্ত্র পাস হয়। এবার গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। পরে পুনরায় নির্বাচিত সভাপতি দর্পণ কবীর ও নতুন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের হাতে প্রেসক্লাবের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি ‘রেজুলেশন’ খাতা তুলে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

সভায় প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া মাসুদ জিকো কার্যকরী কমিটিকে সাধারণ সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ কমিটি একটি যোগ্য কমিটি। নিশ্চয়ই তারা প্রেসক্লাবকে আরও বহুদূর নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে।

সাধারণ সভায় ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সবাই উপস্থিত ছিলেন। তারা হলেন- সভাপতি দর্পণ কবীর, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জাল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম, মল্লিকা খানম মুনা ও এ হাই স্বপন। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলা হোসেন, সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, শাহ ফারুক, মশিউর রহমান লিটন প্রমুখ।

Advertisement

সভাপতি দর্পণ কবীর বলেন, প্রেসক্লাব কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। সবাই মিলেই এ ক্লাব। এ ক্লাবের সবাই একটি পরিবারের সদস্য। আমরা প্রতিটি সদস্যের সুখে-দুখে পাশে থাকার চেষ্টা করব। এছাড়া ক্লাব সদস্যরা যাতে বছরের বিভিন্ন সময় একসঙ্গে হয়ে পারিবারিক আবহে সময় কাটাতে পারেন সে চেষ্টা অব্যাহত থাকবে।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, ক্লাবকে আরও গতিশীল ও সদস্যমুখী করার চেষ্টা থাকবে। ক্লাবের সুনাম বৃদ্ধির জন্য সাধ্যের সবটুকু দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব।

বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি বলেন, গত দুই বছরে আমরা সাংগঠনিক কার্যক্রম ছাড়াও আকর্ষণীয় রিভার ক্রুজ, উচ্ছ্বাসপূর্ণ বনভোজন, ইফতার মাহফিল, বিষয়ভিত্তিক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করেছি। ২০১৭ সালের ৩০ এপ্রিল আমাদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানে ‘কমিউনিটি সাংবাদিকতা ও দায়িত্ববোধ’ শীর্ষক প্রাণবন্ত আলোচনার সভা হয়েছে। বিভিন্ন পর্যায়ে দেশের ৫৭ ধারা বাতিলের দাবিতে সমাবেশ, ইমিগ্রেশন বিষয়ক সেমিনার, প্রেসক্লাবের দশকপূর্তি অনুষ্ঠান এবং সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইনবিরোধী গোলটেবিল বৈঠক করেছি, যা কমিউনিটিতে প্রেসক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

আরএস/পিআর

Advertisement