জাতীয়

ইটিভি ভবনে আগুন

রাজধানীর কারওয়ান বাজারে ইটিভি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ভবনের নিচতলায় একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

Advertisement

ঢাকা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর আতাউর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৬টি দমকল ইউনিট পাঠানো হয়। আগুনের মাত্রা বেশি ছিল না, তবে ভবনটি বহুতল হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘ইটিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) পেছনের গলির একটা চায়ের দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেখান থেকে ইটিভি ভবনের নিচতলার এসিতে আগুন ধরে যায়। বেলা ১১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ধোঁয়া দেখে আগেভাগেই সবাই ভবন থেকে নেমে পড়েন, তাই কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের একটি কমিটি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বিকেলের মধ্যে ভবনের ক্ষয়ক্ষতি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা উল্লেখ করে প্রতিবেদন জমা দেবেন।

Advertisement

 

এআর/আরএস/এমএমজেড/জেআইএম