ভারতের পশ্চিমবঙ্গে পুরোপুরি শীত জেঁকে বসতে আরও তিন সপ্তাহ লাগতে পারে। তবে, এরই মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। সর্বত্র এখন শীতের আমেজ। শুক্রবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। এ যেন শীতের আগেই শীত। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
এমন অবস্থায় আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের আবহাওয়াবিদরা। তাদের মতে কলকাতায় শীত পুরোপুরি জেঁকে বসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পযর্ন্ত লাগতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এখন থেকে ভোরে এবং রাতের দিকে বেশ ঠাণ্ডা পড়বে।
এদিকে পর্যটকদের কাছে পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণীয় স্থান শৈলশহর দার্জিলিংয়ে তাপমাত্রা এরই মধ্যে ৫ ডিগ্রিতে নেমে এসেছে। শীত সেখানে পুরোপুরি জেঁকে বসেছে। আগামীতে তাপমাত্রা আরও কমবে।
এছাড়া উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুঁড়ি, কুচবিহারেও তাপমাত্রা অনেকটাই কমেছে। বর্তমানে এসব জায়গায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। শুক্রবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।
Advertisement
অপরদিকে মালদহ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরে তাপমাত্রা ওঠানামা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। সূত্র : আনন্দবাজার
এমএমজেড/এমএস