সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২০ নভেম্বর) দূতাবাসের হল রুমে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন- আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, জনতা ব্যাংক কর্মকর্তা, আবুধাবি বাংলাদেশ শেখ খলিফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, আমিরাতে যে সকল অবৈধ প্রবাসী বৈধ হওয়ার জন্য আবেদন করে ছয় মাসের জব সিকার ভিসা নিয়েছেন তাদের দ্রুত কোনো কোম্পানিতে ভিসা লাগানোর পরামর্শ দেয়া হচ্ছে। সাধারণ ক্ষমার মেয়াদ আগামী মাসের ১ তারিখ শেষ হচ্ছে।
দেশটিতে বৈধভাবে বসবাস করার মাধ্যমে দেশের ইমেজকে বিশ্বে মাঝে তুলে ধরতে সকলের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান। পরে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় মোনাজাত করা হয়।
Advertisement
বিএ