প্রবাস

ইতালিতে সাংবাদিককে সংবর্ধনা

লন্ডনের সুপরিচিত সাংবাদিক, সংবাদ পাঠিকা, লেখিকা এবং আবৃত্তিকার হাসিনা আক্তারকে সংবর্ধনা দিয়েছে রোম প্রবাসী সাংবাদিকরা। ইতালির বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারার একটি রেস্টুরেন্টে সাংবাদিক আখিঁ সীমা কাওসার সভাপতিত্ব করেন।

Advertisement

বাংলা প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জমির হোসেন, বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন, জিটিভি শাহীন খলিল কাওসার, দৈনিক দিনকাল আলম শাহ, বাংলা প্রেস ক্লাব ইতালির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব দীন মোহাম্মদ দীনু, ইপিবিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলি উদ্দিন শামীম, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ, ইপিবিএ ইতালির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান রবিন, বরিশাল জেলা সমিতির সভাপতি মোস্তাক আহমেদ, কানেক্ট বাংলাদেশের সমন্বয়ক রওশন আরা প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসিনা আক্তার বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশে প্রবাসে সাংবাদিকদের দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। নানা প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সাংবাদিকদের কাজ করতে হয়। নারী অধিকার আদায়ে তিনি নারীদেরকেই অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

Advertisement

বিশেষ অতিথি খান রিপন বলেন, নিজেদের মধ্যে মতানৈক্য থাকতেই পারে কিন্তু পেশাগত ক্ষেত্রে সবাইকে পেশাদারী মনোভাব বজায় রাখা উচিৎ। বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রিয়াজ বলেন, সাংবাদিকদের মধ্যে মতানৈক্যর কারণে রাজনৈতিক নেতারা ফায়দা লুটে থাকে। আমাদের এসব বিষয়ে গুরুত্ব দেয়া উচিত। মনে রাখতে হবে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।

এমআরএম/এমএস