ক্যাম্পাস

রাবিতেও আসছে সাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’

ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চালু হতে যাচ্ছে সাইকেল শেয়ারিং সিস্টেম ‘জোবাইক’। আগামী জানুয়ারি থেকে এর কার্যক্রম চালু হবে।

Advertisement

এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জোবাইক কর্তৃপক্ষের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

তিনি জানান, স্মার্টফোন অ্যাপনির্ভর এই প্রক্রিয়াটি আগামী জানুয়ারি থেকে শুরু হবে। কর্তৃপক্ষ প্রথমে ৩০০ বাইক দেয়ার কথা জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সাইকেল রাখা থাকবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার পর থেকে সময় গণনা শুরু হবে। প্রতি ৫ মিনিটে ৩ টাকা ব্যয় হবে শিক্ষার্থীদের। ব্যবহারকারী সাইকেল স্ট্যান্ড করে লক করার পর সময় গণনা বন্ধ হয়ে যাবে। সময় অনুযায়ী চার্জ করা হবে।’

Advertisement

সালমান শাকিল/বিএ