অর্থনীতি

মোবাইল ব্যাংকিং এর শর্ত শিথিল

মোবাইল ব্যাংকিং এ লেনদেনের শর্ত কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগে মোবাইল ব্যাংকিংয়ে ৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনকারীর ছবি তোলার নির্দেশনা ছিলো। মঙ্গলবার এক আদেশে সেটি প্রত্যাহার করা হয়। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তবে ব্যাংকগুলোকে গ্রাহকের দেয়া তথ্য যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে।ব্যাখ্যা করে এই ব্যাংকার বলেন, গ্রাহক যে ফোন নম্বর দিয়ে মোবাইল হিসাব খুলছেন, তার নিবন্ধন যাচাই করে দেখতে হবে।এর আগে গত ২ আগস্ট মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে লেনদেন ৫ হাজার টাকার বেশি হলেই গ্রাহকের ছবি তুলে রাখার নির্দেশ সম্বলিত প্রজ্ঞাপন জারি করা হয়।এসএ/এসএইচএস/এমআরআই

Advertisement