অর্থনীতি

‘আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই বাণিজ্যের প্রসারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের বাণিজ্য অতীতের যেকোনো সময়ের তুলনায় ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।

Advertisement

আজ (রোববার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী টুয়েনটি ফার্স্ট মিটিং অব দি বিমসটেক ট্রেড নেগোশিয়েটিং কমিটির সভার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৪ সাল পর্যন্ত ও পরবর্তীতে আরও তিন বছর জিএসপিসহ বিভিন্ন সুবিধার উপযুক্ত ব্যবহারের মাধ্যমে বাণিজ্যের অধিকতর উন্নয়ন করবে বাংলাদেশ। জিএসপিসহ প্রাপ্ত অন্যান্যে সুবিধা বন্ধ হয়ে গেলে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আওতায় বাণিজ্যে সম্প্রসারণে প্রচেষ্টা চালাবে।

এমইউ/এমবিআর/এমএস

Advertisement