দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় প্রায় দ্বিগুণ মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। দলটির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে মোট ২ হাজার ৬০৮ জন আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
Advertisement
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথম তিনদিনেই ৪ হাজার ৩৫টি মনোনয়নপত্র বিতরণ করেছে দলটি। সে হিসাবে প্রায় দ্বিগুণ মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ।
দলটির নেতাদের দেয়া তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রির প্রথমদিন শুক্রবার (৯ নভেম্বর) ১ হাজার ৩২৮টি বিতরণ হয়েছিল। সে হিসাব অনুযায়ী, দ্বিতীয়দিনে শনিবার (১০ নভেম্বর) ১ হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। রোববার এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮৩৫টি। তিনদিনে মোট ৪ হাজার ৩৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।
জানা গেছে, প্রতিটি মনোনয়নপত্র বাবদ সম্ভাব্য প্রার্থীদের পরিশোধ করতে হয়েছে ৩০ হাজার টাকা। সে হিসাবে, অনুযায়ী ৪ হাজার ৩৪টি মনোনয়নপত্র বিক্রি থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।
Advertisement
নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য দুটি মনোনয়ন ফরম সংগ্রহের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়নপত্র সংগ্রহের হিসাব থেকে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনে মনোনয়ন পেতে এ পর্যন্ত ৪ হাজার ৩৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সে হিসাব অনুযায়ী, প্রতি আসনে প্রায় ১৪ জন করে মনোনয়নপ্রত্যাশী।
এইউএ/এসআর
Advertisement