কৃষি ব্যাংকের অনুমতি ছাড়া বন্ধকী সম্পত্তি বিক্রির অভিযোগে বাংলাদেশ চেইন ইন্ডাস্ট্রিজের মালিক রফিকুল ইসলামকে ৩ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
Advertisement
রোবাবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দুদকের কোর্ট পরিদর্শক আশিকুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, রফিকুল ইসলাম নরসিংদীর শিবপুর শাখা কৃষি ব্যাংক থেকে ঋণ নেন। তিনি ওই টাকা আত্মসাতের উদ্দেশে ব্যাংকে দেয়া বন্ধকী সম্পত্তি বিক্রি করেন। এ ঘটনায় ২০১১ সালের ৩০ মে শিবপুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আতাউর রহমান।
Advertisement
২০১৬ সালের ২০ এপ্রিল দুদকের উপ-সহকারি পরিচালক খন্দকার নিলুফা জাহান তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
জেএ/এমএমজেড/এমএস