আন্তর্জাতিক

ভারতের সামরিক ঘাঁটির তথ্য তছনছে প্রস্তুত চীনের গোপন ইউনিট

ভারতের সামরিক ঘাঁটিগুলোকে চীন টার্গেট করছে বলে খবর রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চীনের লক্ষ্য মোটেও অস্ত্রে ঘায়েল করা নয়, বরং সাইবার হামলা চালিয়ে সব তথ্য তছনছ করে দিতে চায় দেশটি। আর এর জন্য তৈরি চীনা সেনার এক গোপন ইউনিট।

Advertisement

ভারতীয় গণমাধ্যমে এই গোপন ইউনিটের নাম বলা হয়েছে ‘ইউনিট ৬১৩৯৮’। এ ইউনিটের সদর দফতর সাংহাইয়ে। চীনের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এ ইউনিটে প্রস্তুত একদল হ্যাকারও। এর আগেও বিদেশি সংস্থায় হামলা চালানোর অভিযোগ উঠেছে এই ইউনিটের বিরুদ্ধে। তাই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ভারত।

বিভিন্ন ম্যালওয়্যারের সাহায্যে মূলত তথ্য চুরি করে এই ইউনিট। এরা চীনা সেনার স্ট্র্যাটেজিক ফোর্সের অংশ। গেল অক্টোবরেই যুক্তরাষ্ট্র অভিযোগ আনে, জেট ইঞ্জিন ডেটা হ্যাক করেছেন চীনা গোয়েন্দা কর্মকর্তরা।

ভারত সম্প্রতি দেশের মাটিতে বেশ কয়েকটি এয়ারক্রাফট তৈরি করেছে। সদ্য জলে নেমেছে নিউক্লিয়ার সাবমেরিন। তাই ভারতের সামরিক শক্তিতে চীনের নজর বাড়ছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

Advertisement

এনএফ/এমএস