জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে ল্যাবএইড

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ল্যাবএইড হাসপাতালের ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

মঙ্গলবার রাজধানীর উত্তরায় ল্যাবএইড হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এছাড়া উত্তরায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও পণ্যের দাম বেশি নেয়ায় আরও চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- অভিরূপ ফার্মেসি, এআরকে ফার্মেসি, বেস্ট ফার্মা ও চাপ সামলান্ত।

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। তদারকি কাজে সার্বিক সহায়তা করে এপিবিএন-১১ এর সদস্যরা।

Advertisement

আব্দুল জব্বার মণ্ডল জানান, মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় সব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে দেখা যায়।

এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ল্যাবএইড হাসপাতালের ফার্মেসিকে ৪০ হাজার টাকা, অভিরূপ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, এআরকে ফার্মেসিকে ২০ হাজার টাকা এবং বেস্ট ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের দাম বেশি নেয়ায় চাপ সামলান্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআই/জেএইচ/জেআইএম

Advertisement