বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) মূলধন বাড়িয়ে নতুন একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন আইন, ২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
Advertisement
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘১৯৬১ সালের একটি আইন দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন পরিচালিত হচ্ছিল, ওই আইনকে হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আগের আইনে ছিল কর্পোরেশনের অনুমোদিত মূলধন হবে ছয় কোটি টাকা এবং কর্পোরেশন সরকারের লিখিত অনুমোদন নিয়ে মূলধন বাড়াতে পারবে। নতুন আইনে কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিটি ১০ টাকা মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ার বিভক্ত হবে।’
সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন
Advertisement
‘সুগারক্যান ইনস্টিটিউট আইন’ এর নাম পরিবর্তন করে নতুন একটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের নাম ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮’।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শুধু আখ নিয়ে গবেষণার জন্য ১৯৯৬ সালে সুগারক্যান গবেষণা ইনস্টিটিউট আইন হয়। কিন্তু আরও অনেক কিছু থেকে সুগার হতে পারে। এ জন্য নাম পরিবর্তন করে সুপারক্রপ গবেষণা ইনস্টিটিউট করা হচ্ছে।’
আরএমএম/জেডএ/পিআর
Advertisement