‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়, বাঁইচা থাকলে নিকৃষ্ট কয় মইরা গেলে পদক পায়’ সম্প্রতি এমনই কথার একটি গান গেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। প্রকাশের পর পরই আলোচনায় এসেছে গানটি। এই শিল্পীর কণ্ঠে ফোক গানটি আলাদা ভাবে মন কেড়েছে শ্রোতাদের।
Advertisement
গানটির শিরোনাম ‘মানুষ মইরা গেলে কদর বাইড়া যায়’। গানটির কথা ও সুর করেছেন পাগল হাসান। আর সঙ্গীতায়োজন করেছেন মনি জামান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন খাইরুল পাবন। মডেল হয়েছেন শিল্পী নিজেই। ধ্রুব মিউজিক কটেজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
আসিফ আকবর বলেন, ‘ফোকগান হলো আমাদের মাটির গান। এই গানটি বাস্তবধর্মী। কথাগুলো মনে গেঁথে গেছে। ক্যারিয়ার জুড়ে অনেক গান করেছি। সেখানে এই গানটি আমার ভালো লাগার তালিকায় জায়গা করে নিয়েছে। এমন ভিন্ন আঙ্গিকের গান ভক্তদের জন্য আবারও করতে চাই। সবাই বাংলা গান শুনবেন। বাংলা গানের পাশে থাকবেন।’
গানটি নিবেদন করেছে দেশের অন্যতম খাদ্য প্রক্রিয়া ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের ‘বিস্ক ক্লাব’। এই ক্লাবের ব্র্যান্ড ম্যানেজার আফজাল হোসেন বলেন,‘আসিফ আকবরের ভিন্ন ধরণের এই গানটির সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত। গানটি যে কোনো মানুষের মনে নাড়া দেবার মতই। বাস্তবধর্মী কথার এই ফোক গানটি শুনছেন মানুষ, অনেক ভালো লাগছে।’
Advertisement
গানটির লিংক :
এমএবি/এলএ/পিআর