‘পঞ্চম কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম জেনারেল হিসেবে একাধারে পৃথক পৃথক চারটি রেজিমেন্ট-কোরের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ পেলেন আজিজ আহমেদ।
Advertisement
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী সেনানিবাসে এক অনুষ্ঠানে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে এ নিয়ে এক অনুষ্ঠান করা হয়। সেখানেই সেনা প্রধানকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরানো হয়। এ সময় ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সিনিয়র অধিনায়ক, সুবেদার এবং মেজরগণ উপস্থিত ছিলেন।
এর পর সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি শহীদ স্মৃতির স্মরণে নির্মিত স্মৃতিস্তস্ভ ‘বীর গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণদানকালে সেনাপ্রধান জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন। বলেন, আমারা সবাই মিলে এ রেজিমেন্টের অগ্রযাত্রাকে আরও বেগমান এবং আধুনিকতায় সম্পৃক্ত করার সকল প্রচেষ্টা চালিয়ে যাব।
Advertisement
এদিকে, সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত শিশু-কিশোরদের স্কুল প্রয়াসে শ্রবণ যন্ত্র, হুইল চেয়ার ও কৃত্রিম পা বিতরণ করেন প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক ও সেনাপ্রধানের স্ত্রী দিলশাদ নাহার আজিজ।
ফেরদৌস/এমএএস/আরআইপি