চালকের শাস্তি কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলাকালেই চট্টগ্রামে স্কুলছাত্রীদের ওপর লেগুনা তুলে দিয়েছে চালক। এতে গুরুতর আহত তিন ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে জেলার কর্ণফুলী উপজেলার বড় উঠান বাজারে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
আহতরা সবাই কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা হলো ইরা আকতার (১৪), সাইমা আকতার (১৪) ও সুমাইয়া আকতার (১৪)। এদের মধ্যে সাইমা আকতারের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘সকালে স্কুলে যাওয়ার জন্য কর্ণফুলীর দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বড় উঠান বাজারে রাস্তার পাশে অবস্থান করছিল। এ সময় একটি বেপরোয়া লেগুনা ছাত্রীদের ওপরে উঠে যায়। এতে কয়েকজন ছাত্রী আহত হয়েছে। আহতদের হাসপাতালের ২৮ নম্বর ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা ফয়েজ ফাহিম জাগো নিউজকে বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।’
Advertisement
এসআর/জেআইএম