জাতীয়

রাজধানীর ২৫৫ ভবন ঝুঁকিপূর্ণ

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে ২৫৫টি।

Advertisement

রোববার (২৮ অক্টোবর) জাতীয় সংসদের চট্টগ্রাম-১১ আসনের এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০১০ সালে রাজউক ৩২১টি ভবন প্রাথমিকভাবে চিহ্নিত করলেও বর্তমানে ২৫৫টি ভবন ঝুঁকিপূর্ণ। ২৮টি ভবন মালিকপক্ষ পুনঃনির্মাণ করেছেন। অবশিষ্টগুলো ভেঙে ফেলা হয়েছে।

বিদ্যমান ২৫৫টি ঝুঁকিপূর্ণ ভবন বিশেষজ্ঞ কর্তৃক চূড়ান্তভাবে চিহ্নিতপূর্বক ভবন মালিকগণের সঙ্গে আলোচনা করে ভাঙা বা অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Advertisement

এইচএস/এএইচ/জেআইএম